Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

প্রশিক্ষণ সংক্রান্ত সেবা সমূহ

যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত ২(দুই) ধরণের প্রশিক্ষন সেবা দিয়ে থাকে।
ক) প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষন।
খ) অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষন।

 

প্রাতিষ্ঠানিক ট্রেডসমূহঃ

১। গবাদিপশু, হাঁস-মুরগী পালন উহাদের প্রাথমিক চিগিৎসা, মৎস চাষ ও কৃষি  বিষয়ক প্রশিক্ষণ কোর্স।

২। পোষাক তৈরী

৩। মৎসচাষ।

৪।কম্পিউটার।

৫।রেফ্রিজারেশনএন্ডএয়ারকন্ডিশনিং।

৬।ইলেক্ট্রনিক্স ।

৭। কম্পিউটার প্রশিক্ষণ

৮। ফোন,ফ্যাক্স ও মোবাইল বিষয়ক প্রশিক্ষণ

৯। রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং।

 

অপ্রাতিষ্ঠানিকভ্রাম্যমানট্রেডসমূহঃ

১। গবাদিপশু পালন 

২। গরু মোটাতাজাকরন 

৩। হাঁস-মুরগী পালন

৪। মৎস চাষ

৫। শাকসব্জী চাষ

৬। ক্ষুদ্র কৃষি খামার

৭। নার্সারী/ বনায়ন প্রশিক্ষণ

৮। কুটির শিল্প/ হস্ত শিল্প

৯। পোশাক তৈরী

১০। ব্লক বাটিক

১১। বিউটিফিকেশন

১২। নকশী কাঁথা তৈরী

১৩। পাট ও পাটজাত পণ্য তৈরী

 

ঋণ বিতরণ কর্মসূচীঃ

যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত দুই  ধরণের ঋণ দিয়ে থাকে।

১) ব্যক্তি ঋণ।
২) গ্রুপ ঋণ

আত্মকর্মসংস্থান ঋণ কর্মসূচি (ব্যক্তি কেন্দ্রিক ঋণ)
এ কর্মসূচির আওতায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কোর্সে প্রশিক্ষ্যেত যুবদের আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প সৃজনের জন্য সকল উপজেলা কার্যালয়ের মাধ্যমে ঋণ প্রদান করা হয়। প্রশিক্ষণ ও প্রকল্প ভেদে সর্বনিমণ ঋণপ্রত্যাশীকে ৩০,০০০/- টাকা হতে শুরু করে সর্বোচ্চ ১,০০,০০০/- টাকা ঋণ প্রদানের সুযোগ রয়েছে।

শুধু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষন গ্রহনের পর লাভজনক প্রকল্প গ্রহণকারীকে এ ঋণ প্রদান করা হয়। ব্যাক্তিগত ঋণ আবার দুই প্রকার।

ক) প্রাতিষ্ঠানিক:- প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীর অনুকূলে যে ঋণ প্রদান করা হয় এবং যার পরিমান  সর্বোচ্চ ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা।

খ) অপ্রাতিষ্ঠানিকঃ- অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষন গ্রহণকারি যুবদের প্রকল্পের কলেবর বৃদ্ধির জন্য সর্বোচ্চ ৬০,০০০/- টাকা পর্যন্ত এ শ্রেণীর আওতায় ঋণ প্রদান করা হয়।

সফলভাবে ঋন পরিশোধকারীকে ৩বার ঋন প্রদান করা হয়। ঋণের সার্ভিস চার্জের পরিমাণ ১০% ।

২) পরিবারভিত্তিক ঋণ কর্মসূচিঃ 
এ কর্মসূচির আওতায় তৃনমূল পর্যায়ের হতদরিদ্র বেকার যুবদের পারিবারিক গ্রুপে সংগঠিত করে  উপজেলা কার্যালয়ের মাধ্যমে  সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করে ঋণ প্রদান করা হয়। গ্রম্নপের সদস্য সংখ্যা ০৫ জন, এবং ৭ থেকে ১০টি গ্রুপ নিয়ে একটি কেন্দ্র ঘটিত হয়। গ্রুপের প্রত্যেক সদস্যকে প্রাথমিক পর্যায়ে সর্বোচ্চ ১০,০০০/-  টাকা এবং পর্যায়ক্রমে ১৫০০০/- এবং ২০,০০০/-  টাকা পর্যমত্ম ঋণ প্রদান করার সুযোগ রয়েছে।

অন্যান্য সেবাসমূহঃ

১) যুবসংগঠন রেজিষ্ট্রেশনঃ 

যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন যুব কার্যক্রম পরিচালনা করে থাকে তাদের কার্যক্রমকে অধিকতর অর্থবহ ও দায়িত্বশীল করার লক্ষ্যে অধিদপ্তরের পক্ষ্যে সেসব সংগঠনকে রেজিষ্ট্রেশন দেয়ার সুযোগ রয়েছে। রেজিষ্ট্রেশন গ্রহণেচ্ছু সংগঠন স্ব স্ব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে উপপরিচালকের নিকট আবেদন করতে পারে।

২) যুবসংগঠনকে অনুদান প্রদানঃ

যুব সংগঠনসমূহকে দেশ গঠনমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা  প্রদানের নিমিত্ত যুবওক্রীড়ামন্ত্রণালয় কর্তৃক যুব কল্যাণ তহাবিল হতে প্রতি বছর অনুদান প্রদান করা হয়।তাছাড়া কর্মসূচি সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য সংগঠনসমূহকে অনুন্নয়ন খাত থেকে ও অনুদান দেয়া হয়।

৩) জাতীয় যুব পুরস্কারঃ

যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ গ্রহন পূর্বক  আত্বকর্মসংস্থানে সফলতা অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে  এবং যাদের সমাজের ইতিবাচক পরিবর্তনে ভুমিকা আছে  সে  সকলযুব/যুব মহিলা প্রকল্প গ্রহন  কারীকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়।তাছাড়া যুব সংগঠক যারা যুব উন্নয়ন কর্মকান্ডে অনন্য অবদান রাখে তাদের মধ্য থেকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়।