Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

যুব উন্নয়ন অধিদপ্তর যে সব  সেবা যে ভাবে প্রদান করে তার বিস্তারিত বিবরণ নিম্নে প্রদত্ত হলোঃ

 

প্রশিক্ষণ সংক্রান্ত সেবা সমূহঃ

যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত দুই ধরণের প্রশিক্ষণ সেবা দিয়ে থাকে।

ক) প্রাতিষ্ঠানিক  ট্রেডে প্রশিক্ষণ।
খ) অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ।

 

ক) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেড  সমুহঃ

১। গবাদিপশু, হাঁস-মুরগী পালন উহাদের প্রাথমিক চিগিৎসা, মৎস চাষ ও কৃষি  বিষয়ক প্রশিক্ষণ কোর্স

  • মেয়াদঃ২মাস১৫দিন।
  • প্রশিক্ষণ শুরুর সময় জুলাই, অক্টোবর, জানুয়ারী ও এপ্রিল মাসের ১৫তারিখ।
  • আসন সংখ্যা-৬০জন( আবাসিক)।
  • শিক্ষাগত যোগ্যতা– ৮ম শ্রেণী পাস।
  • কোর্স ফি-১০০টাকা।
  • প্রতিমাসে প্রশিক্ষণার্থীদের ১২০০টাকা ভাতা প্রদান করা হয়।

 ২। পোষাক তৈরী 

  •   মেয়াদ– ৪মাস
  •   প্রশিক্ষণ শুরুর সময়- জুলাই ও জানুয়ারী মাসের ০১তারিখ।
  •   আসন সংখ্যা- ৪০জন।( অনাবাসিক)।
  •   শিক্ষাগত যোগ্যতা– ৮মশ্রেণীপাস।
  •   কোর্সফি– ৫০টাকা।

৩। ৎসচাষ

  •   মেয়াদ-১মাস।
  •   প্রশিক্ষণ শুরুর সময়– প্রতিমাসের ১তারিখ।
  •   আসন সংখ্যা– ২০জন।
  •   শিক্ষাগত যোগ্যতা– ৮ম শ্রেণী পাস।
  •   কোর্স ফি– ৫০টাকা।

৪। কম্পিউটার

  •   মেয়াদ-৬মাস।
  •   প্রশিক্ষণ শুরুর সময়– জানুয়ারী ও জুলাই  মাসের ০১তারিখ।
  •   আসন সংখ্যা– ৪০জন।
  •   শিক্ষাগত যোগ্যতা– এইস এস সি শ্রেণী পাস।
  •   কোর্স ফি– ১০০০টাকা।

৫। রেফ্রিজারেশনএন্ডএয়ারকন্ডিশনিং

  •   মেয়াদ-৬মাস।
  •   প্রশিক্ষণ শুরুর সময়– প্রতি জানুয়ারী– জুলাই  মাসের ০১তারিখ।
  •   আসন সংখ্যা– ৩০জন।
  •   শিক্ষাগত যোগ্যতা– ৮ম শ্রেণী পাস।
  •   কোর্স ফি– ৩০০টাকা।

৬। ইলেক্ট্রনিক্স 

  •   মেয়াদ-৬মাস।
  •   প্রশিক্ষণ শুরুর সময়– প্রতি জানুয়ারী– জুলাই  মাসের ০১তারিখ।
  •   আসন সংখ্যা– ৩০জন।
  •   শিক্ষাগত যোগ্যতা– ৮ম শ্রেণী পাস।
  •   কোর্স ফি– ৩০০টাকা।

 

প্রশিক্ষণসমুহ  গ্রহণে আগ্রহী জেলার বেকার যুব যুবমহিলাগন  যোগাযোগ করবেনঃ
 
উপ-পরিচালক

৪র্থ তলা, কাদির ম্যানশন, কান্দিপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।

জেলা কোড-৩৪০০
ফোন - ০৮৫১-৫৮২৫১
Email: ddbrahmanbaria@dyd.gov.bd
অথবা
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,  ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলা।

 

খ) অপ্রাতিষ্ঠানিক ভ্রাম্যমানট্রেডসমূহঃ

সাধারণত উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক বা ভ্রাম্যমান প্রশিক্ষণ দেয়া হয়। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বা যুবসংগঠন/ ক্লাবে এ প্রশিক্ষণের ভেন্যু হিসাবে ব্যবহার করা হয়। যেহেতু প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রশিক্ষন প্রদান করা হয় সেহেতু বেকার যুবদের  প্রশিক্ষণ গ্রহন খরচ  ও সময় কম হয়। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহনে বেকার যুবদের কোন প্রকার প্রশিক্ষণ ফি প্রদান করতে হয় না। যেসমস্ত ট্রেডে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয় তা নিম্নরূপঃ

  •   পারিবারিক হাঁস মুরগি পালন
  •   গরু মোটা-তাজা করন
  •   গাভিপালন
  •   বসত বাড়ীতে সব্জী চাষ
  •   নার্সারি/বনায়ন
  •   ছাগল পালন
  •   মৎস্য চাষ
  •  পোষাক তৈরি
  •  এবং স্থানীয় চাহিদার ভিত্তিতে ট্রড নির্ধারন করে প্রশিক্ষণ দেয়া হয়।

 

যোগাযোগের ঠিকানাঃ
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,  ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলা।

 

ঋণ বিতরণ কর্মসূচীঃ

যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত দুই  ধরণের ঋণ দিয়ে থাকে।

১) ব্যক্তি ঋণ।
২) গ্রুপ ঋণ

ব্যক্তিঋন/যুবঋন:- শুধু যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষন গ্রহনের পর লাভজনক প্রকল্প গ্রহণকারীকে এ ঋণ প্রদান করা হয়। ব্যাক্তিগত ঋণ আবার দুই প্রকার।


১) প্রাতিষ্ঠানিক:- প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীর অনুকূলে যে ঋণ প্রদান করা হয় এবং যার পরিমান  সর্বোচ্চ ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা।

২) অপ্রাতিষ্ঠানিকঃ- অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষন গ্রহণকারি যুবদের প্রকল্পের কলেবর বৃদ্ধির জন্য সর্বোচ্চ ৬০,০০০/- টাকা পর্যন্ত এ শ্রেণীর আওতায় ঋণ প্রদান করা হয়।

সফলভাবে ঋন পরিশোধকারীকে ৩ বার ঋন প্রদান করা হয়। ঋণের সার্ভি সচার্জের পরিমাণ ১০% ।

 

যোগাযোগের ঠিকানাঃ

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলা।

যুব সংগঠন রেজিষ্ট্রেশনঃ

যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন যুব কার্যক্রম পরিচালনা করে থাকে তাদের কার্যক্রমকে অধিকতর অর্থবহ ও দায়িত্বশীল করার লক্ষ্যে অধিদপ্তরের পক্ষ্যে সেসব সংগঠনকে রেজিষ্ট্রেশন দেয়ার সুযোগ রয়েছে। রেজিষ্ট্রেশন গ্রহণে ইচ্ছুক সংগঠন স্ব স্ব উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে উপপরিচালকের নিকট আবেদন করতে পারে।

যুব সংগঠনকে অনুদান প্রদানঃ

যুব সংগঠনসমূহকে দেশ গঠনমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা  প্রদানের নিমিত্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক যুব কল্যাণ তহাবিল হতে প্রতি বছর অনুদান প্রদান করা হয়। তাছাড়া কর্মসূচি সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য সংগঠনসমূহকে অনুন্নয়ন খাত থেকে  অনুদান দেয়া হয় ।

যোগাযোগের ঠিকানা-

উপ-পরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
সরাইল উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া।

 

 জাতীয় যুব পুরস্কারঃ 

যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ গ্রহন পূর্বক  আত্বকর্মসংস্থানে সফলতা অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছে  এবং যাদের সমাজের ইতিবাচক পরিবর্তনে ভুমিকা আছে  সে  সকলযুব/যুব মহিলা প্রকল্প গ্রহন  কারীকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়। তাছাড়া যুব সংগঠক যারা যুব উন্নয়ন কর্মকান্ডে অনন্য অবদান রাখে তাদের মধ্য থেকে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়।

 

যোগাযোগের ঠিকানা- 

উপ-পরিচালকের কার্যালয়
যুব উন্নয়ন অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
সরাইল উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া।